ছোট্ট শিশুদের মনের গভীরে গান বেজে ওঠার মন্ত্র নিয়ে অঙ্কুরে রবি ৮ই মার্চ, ২০২৫ শনিবার শুরু হল আহিরীটোলা বঙ্গ বিদ্যালয়ে। সূচনাকালে উপস্থিত ছিলেন শ্রীমতী অঞ্জলী দেব, যিনি এখানে গান শেখানোর ভার নিয়েছেন এবং সাথে ছিলেন মুক্তছন্দের পক্ষ থেকে গানের দিদিমনি শ্রীমতী রূমা ভট্টাচার্য এবং শ্রীমতী স্বপ্না শীল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী দেবশ্রী ঘোষালকে অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বরূপ সামান্য কিছু সৌজন্যমূলক উপহার দেওয়া হয় এবং তারপর কচিকাঁচাদের গানে মুখরিত হয় শ্রেণীকক্ষ।



