বিশিষ্ট সংগীত শিল্পী ও অঙ্কুরে রবি শিক্ষিকা শ্রীমতী সীমা ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় ও রবি ঠাকুরের গানের টানে ২ বর্ষের অঙ্কুরে রবি ক্লাসে পার্ক ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগে ছাত্র ছাত্রীদের উৎসাহ ক্রমশ বাড়ছে যা মুক্ছন্দ কে আনন্দিত ও উৎসাহিত করে ।




বিশিষ্ট সংগীত শিল্পী ও অঙ্কুরে রবি শিক্ষিকা শ্রীমতী সীমা ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় ও রবি ঠাকুরের গানের টানে ২ বর্ষের অঙ্কুরে রবি ক্লাসে পার্ক ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগে ছাত্র ছাত্রীদের উৎসাহ ক্রমশ বাড়ছে যা মুক্ছন্দ কে আনন্দিত ও উৎসাহিত করে ।
মুক্তছন্দের অঙ্কুরে রবি প্রকল্পটি ৮ই মার্চ, ২০২৫, শনিবার শুরু হল দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার শিক্ষাভিত বিদ্যালয়ে। শুভ সূচনায় মুক্তছন্দের পক্ষ থেকে গানের শিক্ষক শ্রীমতী মল্লিকা সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
১১ই মার্চ, ২০২৫, মঙ্গলবার হাওড়া শিবপুরের হিন্দু গার্লস প্রাইমারী স্কুলে মুক্তছন্দের পক্ষ থেকে হাওড়ায় এই প্রকল্পের দায়িত্বে থাকা বিশ্বরূপাদির সঙ্গে আমরা উপস্থিত হয়েছিলাম, সঙ্গে ছিলেন এই স্কুলে গান শেখানোর দিদিমনি
৫ই মার্চ, ২০২৫, বুধবার শুঁড়া কন্যা বিদ্যালয়ের সেকেন্ডারি বিভাগের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সহস্র প্রাণের দেবতদের জন্য মুক্তছন্দর পুষ্পার্ঘ “অঙ্কুরে রবি ” দিয়ে পূজা শুরু হল। শুরু করলেন শ্রীমতী শিপ্রা