Services একটি সোনাচুড়ি গাছকে মনে রেখে…

একটি সোনাচুড়ি গাছকে মনে রেখে…

একটি সোনাচুড়ি গাছকে মনে রেখে… post thumbnail image

গত আমফান ঝড়ে বিপর্যস্ত হওয়া একটি সোনাচুড়ি গাছকে স্মরণে রেখে মুক্তছন্দ বাংলা ১৪৩০ সালের (ইংরেজী ২০২৩)
২২শে শ্রাবণ রবীন্দ্র তিরোধান দিবস পালন করে একটি অভিনব বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্য দিয়ে। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ বন দপ্তরের সহায়তায় ৮ই অগাষ্ট বেলেঘাটা সুভাষ সরোবরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে নিজের হাতে বৃক্ষরোপন করে।এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ । বৃক্ষরোপন শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি সোনাচুড়ি গাছ ঐ একই স্থানে আনুষ্ঠানিক ভাবে রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সরোবর পরিক্রমার পর বৃক্ষরোপনে অংশ নেয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে তারা নিজের হাতে গাছ রোপন করে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিগণ এই কাজে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন। বিশিষ্ট অতিথিগণ নিজের হাতে বৃক্ষরোপন করেন। ঐদিন সুভাষ সরোবরে প্রায় দুই শতাধিক বৃক্ষ রোপন করা হয়।
২০২৪ সালে একই দিনে মুক্তছন্দ সুভাষ সরোবরে বৃক্ষরোপনের একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের দুই হাজারের বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মুক্তছন্দের অঙ্কুরে রবি প্রকল্পের শেখানো গানগুলি সমবেত রূপে গাওয়া হয় এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে দুই হাজারেরও বেশি টবে রোপনযোগ্য চারাগাছ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Related Post

মুক্তছন্দ – সুস্থ সাংস্কৃতিক চর্চার অপর নামমুক্তছন্দ – সুস্থ সাংস্কৃতিক চর্চার অপর নাম

মুখ্যত সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মুক্তছন্দর আত্মপ্রকাশ, যা পরবর্তীকালে বহুমাত্রিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। এরই অঙ্গ হিসেবে আনন্দ বসন্ত সমাগমে প্রকৃতির মুখরতাকে সাক্ষী রেখে ‘অঙ্কুরে রবি’র অর্থ

Song Competition

হে নূতন, আপনারে করো উন্মোচনহে নূতন, আপনারে করো উন্মোচন

২০২০ সাল – কোভিড এর ছায়া যখন ঘরবন্দী মানুষের মনকে ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সময় মুক্তছন্দ এক অভিনব অনলাইন সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে যেখানে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, তিন

Ankure Rabi

অঙ্কুরে রবি – একটি সময়োপোযোগী উদ্যোগঅঙ্কুরে রবি – একটি সময়োপোযোগী উদ্যোগ

বর্তমানের বিদ্যালয়ে পাঠরত অগুন্তি শিশুর শৈশব কতিপয় প্রভাবে ভারাক্রান্ত। একদিকে পড়ার চাপ, অন্যদিকে মোবাইলের অনভিপ্রেত হাতছানি তাদের মনের প্রফুল্লতাকে করেছে কলুষিত। সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই তাদের মনের প্রকৃত বিকাশ