২০২০ সাল – কোভিড এর ছায়া যখন ঘরবন্দী মানুষের মনকে ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সময় মুক্তছন্দ এক অভিনব অনলাইন সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে যেখানে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, তিন কবির গান এবং রাগাশ্রয়ী বাংলা গান – এই চারটি বিভাগে সঙ্গীতের নূতন প্রতিভা অন্বেষন করাই ছিল মূল লক্ষ্য। প্রতিযোগিতাটি অভাবনীয় সাফল্য লাভ করে। ২০০-র ও বেশি প্রতিযোগী অনলাইনে তাদের গান পাঠায় এবং সঙ্গীত জগতের অত্যন্ত বিশিষ্ট শিক্ষক এবং শিল্পীগণ বিজয়ীদের বেছে নেন। জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে ‘হে নূতন … আপনারে করো উন্মোচন’ প্রতিভা উন্মোচন উপলক্ষে আয়োজিত সফল প্রতিযোগীদের পুরস্কার, স্কলারশিপ, মেডেল তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার বিচারক, লাইভ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিশিষ্ট শিল্পীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হয় রবীন্দ্রসঙ্গীত জগতের পরম শ্রদ্ধেয়া ডঃ: স্বপ্না ঘোষালের হাতে।
প্রতিভা অন্বেষনের প্রথম অনুষ্ঠানটি মুক্তছন্দ আয়োজন করেছিল ২০২০ সালে, যেটি ছিল পুরোপুরি রবীন্দ্রসঙ্গীত নির্ভর একটি প্রতিযোগিতা। প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেমিফাইনাল ও পরে রবীন্দ্র সদনে চূড়ান্ত পর্যায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার, স্কলারশিপ তুলে দেওয়া হয় সফল প্রতিযোগীদের হাতে। জীবনকৃতি সম্মানে সম্মানিত হন শ্রদ্ধেয়া শিল্পী বিভা সেনগুপ্ত।
হে নূতন, আপনারে করো উন্মোচন
