মুখ্যত সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মুক্তছন্দর আত্মপ্রকাশ, যা পরবর্তীকালে বহুমাত্রিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। এরই অঙ্গ হিসেবে আনন্দ বসন্ত সমাগমে প্রকৃতির মুখরতাকে সাক্ষী রেখে ‘অঙ্কুরে রবি’র অর্থ সংগহের জন্য ২০২৪ সালের ১৮ মার্চ গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয় বিশ্বখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী অদিতি মহসিনের একক সঙ্গীত অনুষ্ঠান। কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম সাক্ষী থেকেছে রবি গানের অনন্য সুর সফরের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ, চিত্রশিল্পী যোগেন চৌধুরী সহ সঙ্গীত, সাহিত্য ও সাংস্কৃতিক জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বরা।
২০২৩ এর ডিসেম্বর মাসে মানিকতলার বিবেকানন্দ সোসাইটি হলে মুক্তছন্দের একটি সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুক্তছন্দের অত্যন্ত গুণী এবং সাংস্কৃতিক জগতে সুপরিচিত শুভানুধ্যায়ী এবং পৃষ্ঠপোষকগণ এবং মুক্তছন্দের সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি, সঙ্গীত, পাঠ ও আবৃত্তিতে মুগ্ধতার পরিবেশ তৈরী হয়।
অতিমারির কঠিন সময়ে ঘরবন্দী জীবন। থেমে থাকেনি মুক্তছন্দ। একের পর এক লাইভ অনুষ্ঠান আয়োজন করেছে। প্রায় ১০০ র বেশি লাইভ অনুষ্ঠানে গান গেয়েছেন নবীন, প্রবীণ বহু শিল্পীরা। অনলাইন প্রতিযোগিতার আয়োজনও সেই সময়ে সংস্কৃতি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।
মুক্তছন্দ – সুস্থ সাংস্কৃতিক চর্চার অপর নাম
