গত আমফান ঝড়ে বিপর্যস্ত হওয়া একটি সোনাচুড়ি গাছকে স্মরণে রেখে মুক্তছন্দ বাংলা ১৪৩০ সালের (ইংরেজী ২০২৩)
২২শে শ্রাবণ রবীন্দ্র তিরোধান দিবস পালন করে একটি অভিনব বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্য দিয়ে। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ বন দপ্তরের সহায়তায় ৮ই অগাষ্ট বেলেঘাটা সুভাষ সরোবরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে নিজের হাতে বৃক্ষরোপন করে।এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ । বৃক্ষরোপন শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি সোনাচুড়ি গাছ ঐ একই স্থানে আনুষ্ঠানিক ভাবে রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সরোবর পরিক্রমার পর বৃক্ষরোপনে অংশ নেয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে তারা নিজের হাতে গাছ রোপন করে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিগণ এই কাজে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন। বিশিষ্ট অতিথিগণ নিজের হাতে বৃক্ষরোপন করেন। ঐদিন সুভাষ সরোবরে প্রায় দুই শতাধিক বৃক্ষ রোপন করা হয়।
২০২৪ সালে একই দিনে মুক্তছন্দ সুভাষ সরোবরে বৃক্ষরোপনের একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের দুই হাজারের বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মুক্তছন্দের অঙ্কুরে রবি প্রকল্পের শেখানো গানগুলি সমবেত রূপে গাওয়া হয় এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে দুই হাজারেরও বেশি টবে রোপনযোগ্য চারাগাছ তুলে দেওয়া হয়।
একটি সোনাচুড়ি গাছকে মনে রেখে…
