১১ই মার্চ, ২০২৫, মঙ্গলবার হাওড়া শিবপুরের হিন্দু গার্লস প্রাইমারী স্কুলে মুক্তছন্দের পক্ষ থেকে হাওড়ায় এই প্রকল্পের দায়িত্বে থাকা বিশ্বরূপাদির সঙ্গে আমরা উপস্থিত হয়েছিলাম, সঙ্গে ছিলেন এই স্কুলে গান শেখানোর দিদিমনি সুবর্নাদিদি এবং অনিন্দিতা দিদি। গানের ক্লাসের মাঝে এক ছোট্ট অবসরে স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী মালা মুখার্জী দিদিকে মুক্তছন্দের পক্ষ থেকে বরণ করে নিলেন আমাদের প্রিয় বিশ্বরূপাদি উত্তরীয় সহকারে এবং সাথে ওনার হাতে অখন্ড গীতবিতান তুলে দিলেন। প্রধানশিক্ষিকা দিদির সাথে স্কুলের অন্যান্য শিক্ষিকাগণ উপস্থিত হয়েছিলেন এই মূহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য।



