Services হে নূতন, আপনারে করো উন্মোচন

হে নূতন, আপনারে করো উন্মোচন

হে নূতন, আপনারে করো উন্মোচন post thumbnail image

২০২০ সাল – কোভিড এর ছায়া যখন ঘরবন্দী মানুষের মনকে ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সময় মুক্তছন্দ এক অভিনব অনলাইন সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে যেখানে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, তিন কবির গান এবং রাগাশ্রয়ী বাংলা গান – এই চারটি বিভাগে সঙ্গীতের নূতন প্রতিভা অন্বেষন করাই ছিল মূল লক্ষ্য। প্রতিযোগিতাটি অভাবনীয় সাফল্য লাভ করে। ২০০-র ও বেশি প্রতিযোগী অনলাইনে তাদের গান পাঠায় এবং সঙ্গীত জগতের অত্যন্ত বিশিষ্ট শিক্ষক এবং শিল্পীগণ বিজয়ীদের বেছে নেন। জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে ‘হে নূতন … আপনারে করো উন্মোচন’ প্রতিভা উন্মোচন উপলক্ষে আয়োজিত সফল প্রতিযোগীদের পুরস্কার, স্কলারশিপ, মেডেল তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার বিচারক, লাইভ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিশিষ্ট শিল্পীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হয় রবীন্দ্রসঙ্গীত জগতের পরম শ্রদ্ধেয়া ডঃ: স্বপ্না ঘোষালের হাতে।
প্রতিভা অন্বেষনের প্রথম অনুষ্ঠানটি মুক্তছন্দ আয়োজন করেছিল ২০২০ সালে, যেটি ছিল পুরোপুরি রবীন্দ্রসঙ্গীত নির্ভর একটি প্রতিযোগিতা। প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেমিফাইনাল ও পরে রবীন্দ্র সদনে চূড়ান্ত পর্যায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার, স্কলারশিপ তুলে দেওয়া হয় সফল প্রতিযোগীদের হাতে। জীবনকৃতি সম্মানে সম্মানিত হন শ্রদ্ধেয়া শিল্পী বিভা সেনগুপ্ত।

Leave a Reply

Related Post

Ankure Rabi

অঙ্কুরে রবি – একটি সময়োপোযোগী উদ্যোগঅঙ্কুরে রবি – একটি সময়োপোযোগী উদ্যোগ

বর্তমানের বিদ্যালয়ে পাঠরত অগুন্তি শিশুর শৈশব কতিপয় প্রভাবে ভারাক্রান্ত। একদিকে পড়ার চাপ, অন্যদিকে মোবাইলের অনভিপ্রেত হাতছানি তাদের মনের প্রফুল্লতাকে করেছে কলুষিত। সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই তাদের মনের প্রকৃত বিকাশ

মুক্তছন্দ – সুস্থ সাংস্কৃতিক চর্চার অপর নামমুক্তছন্দ – সুস্থ সাংস্কৃতিক চর্চার অপর নাম

মুখ্যত সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মুক্তছন্দর আত্মপ্রকাশ, যা পরবর্তীকালে বহুমাত্রিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। এরই অঙ্গ হিসেবে আনন্দ বসন্ত সমাগমে প্রকৃতির মুখরতাকে সাক্ষী রেখে ‘অঙ্কুরে রবি’র অর্থ

Tree Plantation

একটি সোনাচুড়ি গাছকে মনে রেখে…একটি সোনাচুড়ি গাছকে মনে রেখে…

গত আমফান ঝড়ে বিপর্যস্ত হওয়া একটি সোনাচুড়ি গাছকে স্মরণে রেখে মুক্তছন্দ বাংলা ১৪৩০ সালের (ইংরেজী ২০২৩) ২২শে শ্রাবণ রবীন্দ্র তিরোধান দিবস পালন করে একটি অভিনব বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্য দিয়ে। অনুষ্ঠানটি