কর্মশালায় যোগদানের জন্য নীচের দেওয়া যে কোন একটি নম্বরে whatsapp করুন
9339856356 / 8240731201
সংগীত শুধু কণ্ঠ দিয়ে শুরু হয় না, এর মূল উৎস মস্তিষ্ক। এই বিপ্লবাত্মক ধারণা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন যার ফলস্বরূপ এই বিশেষ ওয়ার্কশপ, যেখানে আপনি জানতে পারবেন,
১, সংগীত চর্চায় মস্তিষ্কের ভূমিকা
২, সঠিক নির্দেশনা ও অনুশীলনের বৈজ্ঞানিক পদ্ধতি
৩, অহেতুক কষ্টসাধ্য রেওয়াজ ছাড়াই কন্ঠের সঠিক পথে পরিচালন পদ্ধতি
The well articulated Workshop is aimed at pursuing the science of music that encompasses the various modes and effects of our brain, and neurological impetus that help enhancing the capacity of vocal strength, and improving its melodious voice through evidence based Scientific experiments besides its impact on the performance of a singer
শ্রীশান্তনু বন্দ্যোপাধ্য়ায় পরিচালিত সাঙ্গীতিক কর্মশালায় যারা রেজিস্ট্রেশন করেছেন,তাঁদের উদ্দেশ্যে নির্দেশিকা
অনুষ্ঠান সম্পর্কিত নিম্নলিখিত বিবরণ ও নির্দেশিকাগুলি পড়ে আবশ্যিকভাবে মেনে চলার অনুরোধ করা হচ্ছে
- অনুষ্ঠান শুরুর কমপক্ষে ১ ঘন্টা ১৫ মিনিট আগে অর্থাৎ আগামী রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫, দুপুর ১.১৫ মিনিটে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হতে হবে।
- অনুষ্ঠান হলের নাম রামকৃষ্ণ মঞ্চ । আপনার টাকা পাঠানোর প্রমানপত্র আপনার নাম ও মোবাইল নং দেখিয়ে হলে প্রবেশের পূর্বে থাকা রেজিস্ট্রেশন কাউন্টার থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। সেই প্রবেশপত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে।
- ২.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে, তার পূর্বে হলে আসন গ্রহণ করা বাঞ্ছনীয়।
- কোন রকম সীট নম্বর থাকবে না, আগে-এলে-আগে-পাবেন ভিত্তিতে আসন গ্রহণ করতে হবে।
কর্মশালা দুটি পর্বে বিভক্ত, প্রথম পর্বে ভাষণ এবং পরবর্তী পর্বে প্রশ্নোত্তর থাকবে। - কর্মশালার দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর পর্ব থাকবে। কোন প্রশ্ন থাকলে আগামী ১৫ই এপ্রিল, ২০২৫ এর মধ্যে আপনার প্রশ্ন Whatsapp নম্বরের (8240731201) মাধ্যমে আমাদের পাঠাতে হবে। প্রশ্নের সাথে আপনার নাম এবং মোবাইল নং দেওয়া আবশ্যিক।
শ্রীশান্তনু বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বিশেষজ্ঞগণ কিছু নির্দিষ্ট প্রশ্ন বাছাই করে রাখবেন, যে প্রশ্নগুলি প্রাসঙ্গিক মনে করবেন সেই প্রশ্নগুলির দ্বিতীয় পর্বে উত্তর দেবেন শ্রীশান্তনু বন্দ্যোপাধ্যায়। ১৫ এপ্রিলের পর পাঠানো প্রশ্নের উত্তর গ্রাহ্য নাও হতে পারে। - অনুষ্ঠান চলাকালীন কোনরূপ প্রশ্ন করা চলবে না অথবা শ্রীশান্তনু বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুমতি ছাড়া কোন ব্যক্তিগত আলাপ বা সাক্ষাৎ করা যাবে না।
- রেজিস্ট্রেশন কাউন্টারে প্রশ্ন লেখার কোন ব্যবস্থা থাকবে না ।
- সময়াভাব বা অন্য কারণে মনোনীত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না হলে পরবর্তী কোন উপায়ে উত্তর দেওয়া যেতে পারে।
- প্রশ্নোত্তর পর্বে কোনরূপ বিশৃঙ্খলা বাঞ্ছনীয় নয় ।
- হলে প্রবেশের পর অবশ্যই Mobile Phone টি Switch off করবেন অথবা Silent Mode এ রাখবেন।
- কর্মশালার কোনরূপ অডিও/ভিডিও বা অন্য কোনরূপে রেকর্ডিং করা যাবে না ।
- কর্মশালা চলাকালীন নিজেদের মধ্যে কথোপকথন উচ্চস্বরে বা না হওয়া বাঞ্ছনীয়
- অনুষ্ঠানটি রামকৃষ্ণ মিশনের অন্তর্গত স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে অনুষ্ঠিত হতে চলেছে, সবাইকে স্থানটির মাহাত্ম সম্বন্ধে সচেতন থেকে সংযত আচরনের অনুরোধ করা হচ্ছে।
Directions and description for those who Registered in Shri Shantanu Bandyopadhyay Workshop on 20th April, 2025 at 2.30 pm :–
- All are requested to read and abide by the below mentioned directions
- You must reach 1.15 hour before [within 1.15 pm] Swami Vivekananda Ancestral House & Cultural Centre.
- The name of Hall is Ramkrishna Mancha. Please show your PAYMENT SCREENSHOT with your name and mobile to collect the Admission Ticket. Show the Ticket and enter in Hall.
- Please take your seat within 2.30 pm.
- There will be No seat number. Seat will be filled-up on “First-come-first-serve” basis.
- Workshop will be in 2 Parts. On 1st Part, Lecture and in 2nd Part Question & Answer. If you have any question, send to our Whatsapp No (8240731201) with your Name & Mobile number. Questions will be selected by Shri Shantanu Bandyopadhyay with the help of an expert group, and only relevant quesions will be answered by him. Questions sent after 15th April may not be answered.
- No question to be asked during workshop. Without permission, no personal interaction with Shri Shantanu Bandyopadhyay will be allowed.
- There will be no option to write questions in Registration Counter
- If time or situation not permit, remaining questions may be answered later by Shri Shantanu Bandyopadhyay in other way.
- No chaos or disturbances are allowed during the Wokshop, especially during Question-Answer Session.
- Please keep your mobiles switched-off or in silent mode after entering the hall
- Please keep personal interation during Workshop in low-level or avoide completely.
- The event is going to take place in Ramkrishna Mission premises, so the visitor should keep in mind the dignity of the place and requested to make no nuisance.