৫ই মার্চ, ২০২৫, বুধবার শুঁড়া কন্যা বিদ্যালয়ের সেকেন্ডারি বিভাগের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সহস্র প্রাণের দেবতদের জন্য মুক্তছন্দর পুষ্পার্ঘ “অঙ্কুরে রবি ” দিয়ে পূজা শুরু হল। শুরু করলেন শ্রীমতী শিপ্রা রায়। শুঁড়া কন্যা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষিকা কে মুক্তছন্দর পক্ষ থেকে অঙ্কুরে রবি শিক্ষিকা শিপ্রা রায় ও সভাপতি শ্রী বিপ্লব কান্তি নন্দী উত্তরীয় ও “বহুরূপে বিবেকানন্দ ” বই দিয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ।



